"হ তে হসন্ত"


হ তে হসন্ত-বোঝে নাই বসন্ত
নব দিশা ঝড় তোলে রূপ আজি
অন্ত।
হরি কী ও বুঝেছিল কাল সে তো ঘুরবেই
হা থেকে হাহাকারে ধপ করে
পরবেই।
ধ দিয়ে শুরু প্রাণ মানে সে তো ধবলা
সোনার ওই চামুচেতে, শুরু তার
পথ চলা।
চাল সে তো চালাকির ই করেছিল বাজিমাত
মাচানেতে মগডালে করেছিল
কুপোকাত।
সে কী আর জান্ত সাপ সে তো জ্যান্ত
গরীবের খুন খেলে, প্রাণ হবে
অন্ত।
ভোলা সে তো নাঙ্গা হয়েছিল চাঙ্গা
দাউ আর কুঠারেতে রক্তের
গঙ্গা।
গলা তারি ঋণে বোঝা হরি কেড়ে নিয়েছিল
ভিটে মাটি তার ভূমি, ফাঁদ পেতে
দিয়েছিল।
এক কোপে ধর পরে হরি তার বাপেরই
ধন পরে রয় পিছে, ছোবলেতে
সাপের ই।