"কিছু বলবেন"


সরকারে দরকারে তুক তাক করে মারে
জনে জনে দিশা নাই হিংসাতে ঘরে
ঘরে।
আকাশেতে তারা ওঠে নদী কুলু বয়ে যায়
রাম নাম  হরিবোলে ঘাটে মরা পোড়ে
হায়।
দিবানিশি সন্ধানে শোন বলি কানে কানে
চোট্টামী জোট্টামি করে চলি মধু
বনে।
ভাত নাই কাপড়টা ছেঁড়া ছুড়া ফুটাফাটি
ঘর নাই ফুটপাত ছানা পো তে দিন
কাটি।
ওই ধারে মৌবনে মধু তারা নেয় টেনে
বাবু তারি জুড়িগাড়ি মহলেতে ধন
গোনে।
তাই ভাই ভাবি নাই সৎ কী বা সত্য
ছলে বলে কৌশলে খুঁড়ে যাই
গত্ত।
গতরেতে বল নাই জুয়াচুরি জোচ্চুরি
দিন রাত হাত ধুয়ে-দাদা ওগো মোরা
করি।


কিছু বলবেন?