যার আছে
আরও চায়,
ঠেলাঠেলি
হুড়াহুড়ি;
রাত দিন
গুনে গুনে
গড়ে তারা
বাড়ি গাড়ি।


গলা তার
ভেজে না,
অভাবটা
মেটে না,
বাড়ি গাড়ি
সোনা দানা
ধনে তার  
রসনা।


ওর বড়
অভাবী,
পায়া ভারী
ভিখারি,
জ্বলে পুড়ে
মরে তারা
ধন জ্বালা
ঠিকার ই।


রাতে ঘুম
আসে না,
ভালো তারা
বাসেনা,
ওজনেতে
দুই মোন,
সুগারেতে
দেয় হানা।


চা খায়
চিনি ছাড়া
একমুঠ
শুধু ভাত,
রাতে শুধু
রুটি খেয়ে
ধুয়ে ফেলে
ঝুটা হাত।


রোগ হয়
ভুড়ি ভুড়ি
জ্বর আসে
থুর্থুরি,
ডাক্তারে
শুষে নেয়
লোক বলো
কী বা বুড়ি।


চর্বিতে
ষোল আনা
হার্টে ব্লক
চার আনা,
ভেলোর বা
দিশানেতে
হাগে মোতে
পায়খানা।


তার পর
বেলা ভূমি
সে কীবা
যারা ধনী,
ধন যায়
স্রোতে বয়ে
নার্সিং নেয়
টানি।


তার পর
কোমাতে
বেঁচে প্রাণ
যন্ত্রে,
সাত দশ
দিন মাস
বিদায়েতে
অন্তে।