"আমি নদীর বুকে ঢেউ খেলেছি"


আমি নদীর বুকে ঢেউ খেলেছি মিলতে সঙ্গমে
আমি মেঘের ভেলায় পাল মিলেছি মিলতে
গগনে।
হারিয়ে সেথায় অনেক ব্যথায় উছল প্রেমের বাণী
দূর হবে হৃদ অন্তরে আজ, শান্ত রে মন
গ্লানি।
হারিয়ে গেলে মেঘ সে দূরে, কান্না জমে বুকে
আয় না মেঘ আমার কাছে,
রাখব অনেক সুখে।
আমি নদীর বুকে ঢেউ খেলেছি মিলতে সঙ্গমে
আমি মেঘের ভেলায় পাল মিলেছি মিলতে
গগনে।
পাল তুলে আয় মেঘের ভেলায় প্রেমের সে সুরটি তুলে
রূপ সে রঙ জড়িয়ে প্রাণে, আর দুনিয়া যাবই
ভুলে।
ভ্রমর গাবে গুনগুনিয়ে কমল শতদল
জড়িয়ে সে মেঘ বইবে বেলা দিব্য
কোলাহল।
আমি,আমি নদীর বুকে ঢেউ খেলেছি মিলতে সঙ্গমে
আমি মেঘের ভেলায় পাল মিলেছি মিলতে
গগনে।