"সরস্বতী বন্দনা"


হংস বাহনো শুভ্র শোভিত
কমলো লোচনো প্রভা
সুরভিত,
হস্ত বরাভয় জ্যোতি সে ভাস্কর
বিদ্যা দানিতে সদয় সদাশয়,
পরমো হংস তোমারি অংশ
কামনায় দেবী,
ভগবতী ভারতী দেবী
নমস্তুতে।


চরা চরে বন্দিত মাতা জ্ঞানে নন্দিত
বসন্ত পঞ্চমী মাতা তব আগমনী
দেহ ধরা আপনাহে-জ্ঞান চাহি
আহবানে
দেহ দয়া ওহে মায়া, কণা সম
তব কায়া, কামনায়ে দেবী,
ভগবতী ভারতী দেবী
নমস্তুতে।