"ফাগুনের সাজ বৃথা হল আজ"


ফাগুনের সাজ বৃথা হল আজ দুচোখে আঁধার দেখি
হুতাশনে প্রাণ হল আনচান তিমিরে ঘনায়
রাতি।
দিবানিশি তাহে খুঁজিবারে চাহে তমায় বহিছে দিশা
দিকে দিকে চাই বিহনে তাহারি ঘন ঘোর
তমানিশা।
কৃষ্ণচূরাতে কালি দেখি আজ লালিমা নাই তো ঘন
বিন্দু বারিতে সিন্ধু ধরিতে বেদনায় সজলো
সঘনো।
তুমি হিনা হৃদ রহে না সুহৃদ বীণায় বাজিতে আজি
তরু লতা শাখ বিহঙ্গ পাখ উড়িতে ডানাতে
রাজি।
ব্যথার বাণেতে জীবনো রণেতে বিজিত সেনার সাজ
প্রলয়ে আঁখিতে খোয়াবো রচিতে নাহিকো শিরেতে
তাজ।
মহলেতে আজি মাতমো ছায়িছে কায়াতে নাহিকো বল
পাষানেতে বাজিছে মর্মর ধ্বনি মূর্ছিত
শতদল।
কোমলেতে নাই কমলিকা সে গোলাপে নাহিকো ঘ্রাণ
অবরোহ হৃদ গহীনো পাতালে সুবাস নাহিকো
প্রাণ।