"এ শতাব্দীর সবচেয়ে বড় উন্মাদ"


আমি কবি কী না জানিনা তবে যা মনে আসে লিখে ফেলি
হাসি খুশি আনন্দ উদ্বেগ উষ্মা দ্রোহ বা ক্রোধ
কবিতায় বন্দি করি।
এ আমার নেশা যদিও তা আমাকে দুর্দশাগ্রস্ত করতে দ্বিধা করে নি
কারণ কবিতা অদ্যাবধি আমায় উপার্জন
দিতে পারেনি।
তাও লিখি, কাজ কাম ভুলে যাই আর লিখতে চলি
আনন্দ বিষাদ দ্দুঃখ ক্রোধ নানান উপলব্ধি
কবিতায় বেঁধে ফেলি।
তাই লোকে আমায় বদ্ধ উন্মাদ বলতে দ্বিধা করে না
তার কারণ আমি কবি
কীনা!
আর তাই আমি মনে করি রবিঠাকুর এ শতাব্দির শ্রেষ্ট উন্মাদ
কারণ, তার এ জগতে ডুবে গিয়ে নোবেল
প্রাপ্তি লাভ।
তার চেয়ে বড় বদ্ধ উন্মাদ আর কে হতে পারে!
আমি তো নবিস তিনি তো বদ্ধ উন্মাদ তবে
দুনিয়া জয় করে।


কবিতা বা লেখাটি সরাসরি এখানেই লেখা।