“নিশীথে চকিতে”


নিশীথে চকিতে আপনার ভিতে স্বপনেতে সুরভিতে
হেরিনু সে অপরূপা নয়নো সে
সরসীতে।
নিশীথে চকিতে আপনার ভিতে স্বপনেতে সুরভিতে।


মন ছুটে তারি দ্বারে তারি হৃদ মাগিবারে
তনু কায় উছলেতে রতি কাম সুখ
দোরে।
নিশীথে চকিতে আপনার ভিতে স্বপনেতে সুরভিতে।


বাহু তাহে প্রসারিত অবারিত সন্দেশে
গেনু ভেসে অক্লেশে অখিলেতে তারি
দেশে।
ওষ্ট সে সুধাজড়া হলো মন মাতোয়ারা
দুয়ার সে জান্নাতে, লগনেতে
দিশেহারা।
গগনো সমীপে মাতিনু রাহিতে ভুবনেতে সোনাঝরা
আবেশো মথিতো সাঁকো সৃজনেতে
গরবো ধ্বনিতে
গড়া।


নিশীথে চকিতে আপনার ভিতে স্বপনেতে সুরভিতে
হেরিনু সে অপরূপা নয়নো সে
সরসীতে।