"নিশীথে চকিতে-২য় খন্ড"


নিশীথে চকিতে আপনার ভিতে স্বপনেতে সুরভিতে
হেরিনু সে অপরূপা নয়নো সে
সরসীতে।
নিশীথে চকিতে আপনার ভিতে স্বপনেতে
সুরভিতে।


সুমধুর ধ্বনি শুনি রিনি ঝিনি রিনি ঝিনি;
প্রদ্যুতে, শোভা তারি বিভাবরী চমকেতে চমকেতে;
বিদ্যুতে।
হিল্লোলে দোলে বায় তারি কায় সুষমায়-প্রণয়ী সে
চাহুনি, দোলে দোল-দোল দোল হিল্লোলে হিল্লোল লুব্ধিত
ভাসিনীম।
সচকিত হলো তন-কায় তনু হৃদ মন; উল্লাসে,
তারি আশে তারি আশে তারই আশে।
জানি নাই ভুজঙ্গ কীবা পরী অপ্সরা-বাঁধি তারে;
নাগপাশে।
নাগপাশে, নাগপাশে,
নাগপাশে।


সুর তোলে ঘন বায় আশ্লেষে তারই কায়; কামনায়ে,
স্পন্দিত হৃদয়েতে মদিরাতে মেতে প্রাণ
রতি কাম; বাসনায়ে।
বন্য সে তরু লতা বোনে জাল ঘন জটা; শৃঙ্খলে,
সরসীতে ফোটে কলি, সরোজেতে আঁখি মেলি;
উল্লাসে।
উদ্ভাসে সুহাসিনী রিনি ঝিনি রিনি ঝিনি; ঝংকৃত
জাগরণে আঁখি তারা হলো মন দিশেহারা;
ব্যথা প্রাণে অঙ্কিত।


নিশীথে চকিতে আপনার ভিতে স্বপনেতে সুরভিতে
হেরিনু সে অপরূপা নয়নো সে
সরসীতে।
নিশীথে চকিতে আপনার ভিতে স্বপনেতে
সুরভিতে।