“শয়তান”


ভালোবাসা, ভালোবাসা! ছাড়া আর কী!
মৃদঙ্গ নাচে গানে-বিহঙ্গ কলোতানে
যা দেখি; সবই মেকি। ভালোবাসা,
ভালোবাসা ছাড়া আর কী!
দূর সে গগন লগন ফাগুন-মহলেতে বীণ রব
যাতনা সে জড় জর্জরিত; উদ্দ্বাহু
কলোরব।
আসয় বিষয় বিদ্বেষ বিষ চকিতো তড়িৎ ঘাত
পদে পদে পল কান্না করাল-রুধিতে নারি
সে বাঁধ।
মত্ত নারীতে আর মদিরায় কল কল কল গান
দিকে রবে ভেক-ভেকধারী রূপ
দিকে দিকে শয়তান।
প্রদীপের তলে করালো ছায়েতে নিশীথো তমায় ঘোর
লুব্ধ লালসা বাসনাতে প্রাণ-করালতা ছায়
দোর।
এসো এসো সবে বিবেকো বিচারে; মানবতা রব মেলি
জ্বালিতে সে প্রাণ গড়িতে সোপান
ভালোবাসা রঙ
ঢালি।