"দিনের শেষে ঘুমের দেশে"


দিনের শেষে ঘুমের দেশে আয় না সখী আয় না নীড়ে
শতেক ব্যথায় হৃদয় দুয়ার ও সখী রে-ক্লান্ত
ওরে।
দিনের শেষে ঘুমের দেশে আয় না সখী আয় না নীড়ে।


তোর বিহনে রইতে না প্রাণ সুখ নাইরে হৃদয় দোরে
ও সখী তুই, ও সখী তুই আয় না নীড়ে।
দিনের শেষে ঘুমের দেশে আয় না সখী আয় না নীড়ে।


মুখর মোরা ছিলেম রবে না ছিল প্রেম বাসতে ভাল
কপট করাল মুখর বোলে জ্বলতো রে প্রাণ
সোপান কালো।
হাজার তারার গগন নীড়ে না ছিল প্রেম-ভালোবাসা
আদ্রতার ওই আঁখির পাতে অঙ্গারেতে
মুখর ভাষা।


ভাসতে চলি তোর বিহনে কাঁদতে চলি কলি
নাই বুঝি নাই প্রেম সে লগন কপট রবে
ভুলি।


দিনের শেষে ঘুমের দেশে স্বপ্ন তোর ওই সই
তোর বিহনে নাই রে সখী-আয় রে সখী
তুই।


দিনের শেষে ঘুমের দেশে আয় না সখী আয় না নীড়ে
শতেক ব্যথায় হৃদয় দুয়ার ও সখী রে ক্লান্ত
ওরে।