"অনুরোধ"


(লেখাটি প্রিয় কবি লক্ষ্ণণ ভান্ডারী মহাশয়ের অনুরোধে তারই বক্সে লেখা। তার সম্মানে লেখাটি তাই নিবেদন করলাম তারই শ্রীচরণ কমলে)


সান্তাক্লজ শান্তি চাই
পারবে তুমি দিতে,
পাষাণ বেদি রক্ষ রাজের
দুখের পৃথিবী-
তে।
ত্রাস ধরাতে প্রাণ কাড়িতে
দেশ ও দিকে রব,
আর্তনাদের ভূম সে রাজে
করুণ কলো-
রব।
কাঁদছে মাতা কাঁদছে জায়া
কাঁদছে শিশু কচি,
যুদ্ধ নাদের রব সে ভূমে
লগন সে রব
রচি।
ভেদ ভাওতে বাড়ছে ধরা
লঙ্কেশ রাজ বাড়া,
দেশ ও দল শৃগাল শাবক
সবই হত-
চ্ছাড়া।
ছন্নছাড়া মানব আজি
দান ধ্যানেতে নাই তো মতি,
পারবে কী কই সান্তা তুমি
পারবে কী গো করতে
গতি।
গতির ধ্বনি গগন ভাসি
স্নিগ্ধ তার ওই প্রসূণ বুঁদ,
দাও না আজি সান্তা তুমি
এই তো টুকুন অনু-
রোধ।