"বনভোজন"


আজ না হয় ছুটিই নিলেন শীতের হিমেল আজ তো বেশ
হাঁড়ি পাতিল কড়াই নিয়ে-যান না দাদা
বনের দেশ।
আর পোলাপান সাথে নিবেন মাংস খাসির বেশ বাড়া
আর গাড়িতে লাগান বেলুন একটু দাদা
করেন তাড়া।
তাড়াতাড়ি বেড়িয়ে পরুন রসুন পেঁয়াজ নিবেন আদা
ডিম নিয়ে যান ডজন কয়েক কেউ খাবেনা
আধা আধা।
ধূপ ছায়েতে ওই বনেতে চালিয়ে দিবেন ডিস্কো গান
নাচ ও গান আর সুরা পান টলমলিয়ে
শরীর খান।
আমির খানের বই চালাবেন পর্দা বড় নিবেন সাথে
দুলিয়ে কোমড় জড়াজড়ি মাংস খাবেন
দুই হাতে।
নজর দিবেন পোলাপানে যায় না যেন দূর ঝোপে
আস্ত খাড়া করবে তাড়া পরবে মরা দাউ এর
কোপে।
যা হোক দাদা অনেক হলো আঁধার যদি ছাইল বনে
বাঘের মুখে পরতে হবে হেরেই যাবেন
সেই রণে।
তাই বলি কী এবার গুটান-দড়ি দড়া দামড়া গুলান
ঠ্যং নাচিয়ে বাদ্যি রবে বনের থেকে
এবার পালান।