“অর্চনা”


কবির নাই ঠিকানা না রহে বাসা
ন্যস্ত জীবন তাহে-শুধুই
ভালো-
বাসা।
রূপ কীবা অরূপেতে ঘৃণা কীবা পরা দ্রোহে
কবিয়াল ভাটিয়াল
পথে পথে যায়
গেয়ে।
দ্রোহ কীবা শোষণেতে হৃদ ধারা প্রাণ মেতে
জয়োগান বুলি তাহে,
কবিতায় যায়
মেতে।
গ্লানি তাহে ছুতে নারে ঘর কীবা বার দোরে
ঝাপি তায় কবিতায়
কবিয়াল দ্বারে
দ্বারে।
কবি প্রাণ সীমানাতে কটু ভাষে আর জনা,
কবিতায় কবিয়াল বাঁধে প্রাণ
অর্চনা।