“বিষদানী”


দিন যায় হতাশায়; ক্লান্ত নদীর তীরে
একতার বল নাই তো কোথাও,
হাজার লোকের
ভিড়ে।
দুর্বিনীত ধৃষ্ট হৃদয়-নাগপাশে প্রাণ আঁটে
নাই প্রেমেরই গান সে অতি
করাল কপট
ঠোঁটে।
ব্যথার তরী অশ্রুনীড়ে রব সে কলি দীন
হিংসা ও দ্বেষ বিদ্বেষেতে
করাল কপট
হীন।
নাই ধরণী চাইনে ওরে মহানতার ধ্বনি
তাই কী রবে ছোবল দিতেই
গরল সে বিষ
দানী।
আজ তুফানে বইতে প্রাণে ঝঞ্ঝা প্রবল গতি
রইতে নারি সইতে নারি
করাল সে রব
অতি।
মানুষ তো মা হৃদয় তমায় ডুবতে চলি ঘোর
অনল তলে মহল গড়ি
আঁধার ঘন-
ঘোর।
হটাৎ বারি ঝড় তুফানে হৃদয় গেলেই ভেসে
ধরবো রে মা জাপটে ধরা
ছল সে ভালো-
বেসে।