“কলোতান”


রমজান চাহে রহমত মাগফেরাত আর নাজাত
রমজানের প্রথম দশ দিন
রহমত,
আল্লাহ তাআলার দয়াসুলভ গুণাবলী অর্জন
জীবনভর তার ধারক ও বাহক তথা
সর্বজীবে বল্টন আর ততপশ্চাৎ
মাগফেরাত।
মাগফেরাত অর্থ ক্ষমা, রমজানের দ্বিতীয় দশ দিন
হে প্রিয় বন্ধুসকল তাকওয়া অর্জনের প্রতি
মন দিন।
হে প্রিয় বন্ধুসকল আল্লাহ তাআলার আদেশ নিষেদ
মেনে চলুন আর তার ক্ষমাসুলভ গুণাবলী
রপ্ত করুন।
নাজাত মানে মুক্তি, মানবিক পরিব্যাপ্তি
পাপাচার, ভ্রষ্টাচার, ভোগ লোভ লিপ্সা অবৈধ সম্পদ
অন্যায় ক্ষমতা ভোগ পরিত্যাগে
জান্নাদ প্রাপ্তি।
হে প্রিয় বন্ধুসকল, রমজানের এই শেষ দশদিনে
আল্লাহ তাআলার এই গুণাবলির ধারক বাহক হতে হয়
জীবনভর তা পালন করতে হয় তাহলেই জান্নাদ
প্রাপ্তি হয়।
ইসলাম পবিত্র, কোরআন পবিত্র, পবিত্র তাকওয়া
ইসলাম ধর্মের ফরজ দায় সকল জীবের প্রতি
দয়া।


তবেঃ-


কেন রোষে শয়তান
ফণা তোলে গাহে গান
বিদ্বেষ বীণে ভরা
মৃত্যুর কলো-
তান।
ধর্মের বাণী হতে ফল্গুর ধারা মেতে
সেলামেতে ইসলাম;
পবিত্র কোরআনেতে
ধর্মেতে যাও মেতে
মানবতা গাহ
গান।
কেন দিকে গগনেতে কান্নার বোল ফোটে
ধর্মের অপনাম,
জাগো ওহে মুনিমেরা, জাগো ওহে মুসলিম
কুরবানী প্রেম
দান।
জীবে প্রেম জীবে দয়া
আল্লাহ দিল বানী
উঠ জাগো মুসলিম
সুর তুলে
আহ্বানী।