"জাদুকর"


পথে পথে ঘুরে কাঁধে ঝোলা
পালিস রবেতে মাতি
জীর্ণ দেহেতে শূন্য বুলিতে
তোমার জীবন
ভাতি।
সেদেশে তোমার পরিজন রয়
এদেশ তোমার বাস
তোমারি জাদুর পরশে পাদুকা
দধি ক্ষীর অধি-
বাস।
ধনীর ধরাতে তোমার গড়া সে
মহল অতিকায়
পালিসে পালিসে চকমকো বোলে
পাদুকা তাহারি
রয়।
পাদুকা বাহারে রচিতে তাহারে
জাদুকর তুমি
তোমারি পায়েতে জীর্ণ সে রয়
ভূতল চুমিতে
ভূমি।
তোমার দেশেতে মন সে মেতেছে
হীন সে রহিতে ধরা
পালিসে পালিসে রয়েছি যে মোরা
অন্তরে বিষ
ধারা।