“মহারণ”


আহা! কী অপরূপ হেরিনু আজিকে
প্রভাতিক শোভা
দিবাকর সাজে সাজিলো ভুবন
নীহারিত হীরক
প্রভা।
চঞ্চলা ভূম আকাশ সাজিলো
বিহগ কূজন মেতে
কিষাণ হালেতে কর্ষণো ক্ষেতে
কনক কুঞ্জে
প্রাতে।
হাটের বাড়িতে বোঝা তার পীঠে
বিকিকিনী তরে
ধীর ধীর লয় আগুয়ান সবে
অজয় নদীর
পারে।
দোকানী হাঁকিছে খদ্দের রবে
হইচই চেঁচামেচি
শান্ত কূলেতে মহারণ চলে
তমসা ঘুচায়
রাতি।
বিকিকিনী রব সাঙ্গ সাঁজেতে
ফিরে চলা লাভ লয়ে
দিবাকর যায় পাট থানেতে
অজয় চলিতে
বয়ে।