"মর্মর"


স্বপ্ন চোখে অনেক বুকে দীন দুঃখী মারে
আহার বিহার নিদ্রা রহিত; দুঃখে তোরই
মনটি ভরে।
এই দুনিয়া দুদিন ভবে কেউ তো বোঝে নাই
হিসেব ধনের বান ঝরাতে তফিল ভরে
তাই।
তহবিলের গড়তে পাহাড় প্রাসাদ সম ঘর
কেউ চাহে না সমাজ পানে নির্দয়
মর্মর।
মানিক সোনা শক্ত ধরো হৃদ সে পাষাণ অতি
নিষ্ঠা ও জেদ লৌহ সম মনটি উদার
গতি।
লড়াই লড়াই এই দরিয়ায় লড়াই করেই বাঁচতে হবে
সোনা আমার আসবে সুদিন বোল সে দি
দীপ্ত রবে।
আঁধার রাত নিশীথ কালো জাগায় ঊষা ভোর
সাহস আর বুদ্ধি মিলায় খুলতে কপাট
দোর।