“জগজ্জননী”


নারী মাতা নারী শক্তি নারী আদ্যাময়ী
নারী নরোত্তম মহীয়সী, নারী
আনন্দময়ী।
সৃষ্টি স্বরূপা কুন্ডলিনী জগজ্জননী মাতে
বিশালাক্ষী বীরঙ্গনা বহুভূজ ধারিনী
কমলা নমস্তুতে।
নমি তব চরণেতে-মমতা সে মহীয়সী
তব দয়া তব দানে আকরি সে
প্রাণে মাতি।
ভ্রান্ত সে চারণেতে জলো টলো টলোময়
বিঘ্নিত রাহে মাতি করালেতে কালো
ছায়।
তব রূপো প্রদ্যুতে-বিধায়ে সে বহুরূপা
তুহি জ্যোতি তুহি প্রেম তুহি জায়া
অপরূপা।
তুহি কাল আদি নাদ সৃষ্টি ও সৃজনেতে
দেহো দয়া নারী তুহি জোড় করে
মাগি মাতে।