(পথ পরিক্রমা শেষ হলো নীরবেতে নির্জনে সিরিজের। আগামী কাল থেকে শুরু হবে নত্তুন সিরিজ, "মেঘের মেলা")


“প্রলয়”


প্রলয়, সে তো হবে একদিন রইবে না সাদা কালো
বাসনার অবসানে হবে সবই
টলোমলো।
ঝিলিমিলি ঝিকিমিকি বসন্ত ফাগুনেতে
নাহি রবে ধারা পাতে কিশলয়ে দলে
ক্ষেতে।
নীহারেতে তৃণমূল হবে নাকো সিক্ত
সাদা কালো বদ ভালো রবে নাকো
তিক্ত।
তিথি পালা যামিনী প্রেম ধারা বাসিনী
রবে নাকো ধরাতল বহিবে না
তটিনী।
নীলাচলে সাদা মেঘ কীবা রবে ডানা মেলা
বিহঙ্গ কলোরবে শিহরণে প্রাণ
ভোলা।
মৃদঙ্গ নাহি তান সেতারেতে বীণ বাজি
বাউলের আউলেতে নাহি স্বর উঠি
সাজি।
প্রলয়, সে তো হবে একদিন রইবে না সাদা কালো
বাসনার অবসানে হবে সবই
টলোমলো।