"মুক্তি নাই"


মুক্তি নাই, নাই নাই, সাঁনাই বাজে,
মহাকালের অঙ্গ ভাজে,
কাল কাল যুগ বইতে ধরার
সৃষ্টি মাধুরী।


কানুই নিজে বদ্ধ দুয়ার
তিন কূলেরই করতে বিচার,
মুক্তি ওরে কোথায় খুজিস,
গণেশ গোবর্ধন।


জীবন কঠিন দ্বন্দ্ব প্রবন,
বোষেক জৈত ফাগুন শ্রাবণ,
কান্তি দিশা নাই।


মুক্তি! মুক্তি ওরে খুজিস কোথে,
মুক্তি কোথাও
নাই।