"বাজ"


উদিছে ভানু গগনেতে পূব আলোকো দিশাতে মাতি
বাঙলা মোদের স্বদেশ সে ভূম, বাংলাতে
প্রতিভাতি।
মন মোর স্বদেশ সে ভূম-চুমিতে তাহারি কায়,
তার চেয়ে হৃদ চেয়েছি সে দূর , নাহি কেহ
আপনায়।
ভাষারই প্রেমেতে শত শহীদের শোণিতে লহুতে গড়া
বাঙলা সে মোর স্বদেশ সে ভূম, বাংলাতে
বোঝাপড়া।
সে ভূম আকরি আজিকে মাতিনু-হৃদয় সমীপে গাহি
নাহি সে তল আকাশ ভূতল , কভু
অবরাহী।
বাস সে মোতি গগন ক্ষেতি বৃক্ষ লতা দ্রুমো
সমীরণ মাতি মন্দ মলয়ো , অতিশয়
অনুপমো।
দিতে পারি জান জ্বালিতে অনল রাজাকার দেশে রাজ
বাংলার ভূম বানায়েছে যারা, ফেনিলো তুফানে
বাজ।