"অভিনন্দন"


তার সে গাথা রইবে অমর
হাজার বরষ কাল,
সেলাম তোমায় শৌর্যে তোমার
উজ্জ্বল আজ
ভাল।
বীর সেনানী ভারতমাতা
বন্দে তোমায় আজ,
শূর বীরেতে গর্ব তারি
ধন্য তোমার
সাজ।
আজ সকলি গাইছে কলি
তোমার গাঁথার গান,
মলিন হলে তাদের দেশে
জীবন বাজির
পণ।
পণ্য নহে গাইতে ভারত
সাধ্য তাদের নাই,
তোমার ক্ষতে গর্জে ভারত
তোমায় ফেরৎ
চাই।
মানুষ নহে হিংসা মারো
জীবন তোমার পণ,
সেলাম জানাই জাবাস সেনা
তোমায়, তোমায়  
অভিনন্দন।