"জয় ভারতী"


ধ্বজা উদিছে শোণিতে লহুতে
জয় হিন্দ রব ধ্বনী
জয় ভারতী ধন্য জওয়ান
দিকে দিকে রব
শুনি।
সনাতন দেশ শান্তির বীণ
গগন চুমিতে ভানু
দুর্বল নহে অবলা সে নহে
হয় নাকো
নতজানু।
হিংস্র যাহারা ছিনে নিতে প্রাণ
অপারগ সেতো নহে
ক্ষিপ্র বাহুতে বল সে সাধনা
অস্ত্রেতে কথা
কহে।
জল স্থল ও গগনেতে সে
অজেয় নিরন্তর
মমতার দেশ ক্ষমতার দেশ
স্নিগ্ধ সে
প্রান্তর।
শান্তি সোপানে ধরা সে গড়িতে
লড়িতে নাহিকো খেদ
বহু ভাষাভাষী নরনারী মোরা
নাহি কোনও
ভেদাভেদ।
সালাম জওয়ান হও আগুয়ান
একবার নহে বারে বারে
হিংসা পালিছে যাহারা সে দেশ
ধ্বংস করিতে
তারে।