শুরু হল নতুন সিরিজ, "নীরবেতে নির্জনে", পর্ব এক,  লক্ষ্য তার এক শত।


"পূর্ণিমা চাঁদ হতে চেয়েছিল"


পূর্ণিমা চাঁদ হতে চেয়েছিল; সে
বিভাবরীর অমৃতসম কিরণ শোভায়
রূপ গুণ লাবন্যে মাতিয়ে দিতে চেয়েছিল অবনী
সসাগরা বিশ্বকে দিতে চেয়েছিল
রিনিঝিনি তার ছন্দ কল কাকলিত
আবহ স্রোতের ঝঙ্কারে নৃত্য গীতে পূর্ণিমা;
পূর্ণিমা চাঁদ হতে চেয়েছিল।
সে কী জানত চাঁদেও কলঙ্ক থাকে!
একদিন আকাশ উদার হলো মৃদমন্দ সমীরণ
শীতল বায়ে ভেসে এল সুললিত কন্ঠ
প্রেমের ছোঁয়ায় সিক্ত কলিতে নিয়ে এল সন্দেশ।
বহু প্রতীক্ষার অবসান; সৌজন্যে বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি
অভূতপূর্ব সহযোগিতায় প্রেমের সে কুসুম কলি।
হায় রে! পূর্ণিমা কী জানত চাঁদেও কলঙ্ক থাকে!
চাঁদ হতে চেয়েছিল পূর্ণিমা ঘন তমসায় ঢেকে গেল তার জীবন।
বিষাক্ত কেউটের ছোবলে সে আজ পন্য ছাড়া আর কিছুই নয়
কালো কুঠুরির স্যাতস্যাতে অন্ধকার ঘরে।
নীরবেতে নির্জনে আঁখি ঝরে………..।
পূর্ণিমা চাঁদ হতে চেয়েছিল।
হায় রে! পূর্ণিমা কী জানত চাঁদেও কলঙ্ক থাকে!


(বি দ্রঃ কবিতাটি রূপকে লেখা। সারমর্মঃ পূর্ণিমাকে ভালোবাসার ছলে আর মিথ্যা স্বপ্ন দেখিয়ে বিক্রি করে দিয়েছে তার প্রেমিক। হর হামেশাই এমন ঘটনা ঘটে চলেছে সমাজে)