“প্রেম”


লাল লালিমায় দীঘল চোখে
লুব্ধ সে বোল তুলি,
হাত হাতরে খুঁজতে এলাম
অন্ধ পাষাণ
গলি।


জ্বলছে দেহ গলছে পেশি
অবাক শিহরণ;
ভাবতে চলি মনের গলি
জীর্ণ দেহ
মন।


মন হারিয়ে স্মৃতির দোলায়
দ্যোদুল তুলি রব;
কান্না ঝরা পাষাণ হৃদয়
কপট কলো-
রব।


বক্ষ তলে আগুন জ্বলে
দুচোখ নয়ন ধারা,
টলমল পা অক্ষিগোলক
শূন্যতারই
ছোঁয়া।


জীবন পরম ধন্য ছিল
তাহার পরশমণি;
পথ হারিয়ে গোলকধাঁধায়
পল সে প্রহর
গুনি।


ব্যথায় তরী অশ্রুবানে
ডুবছে রে অম্বর,
হতাস বাতাস
রব তোলে প্রাণ হৃদয়
দিগম্বর।


না জানি নাই কোন সে দেশে
প্রিয়ার চরণখানি;
চক্রব্যুহের অক্ষ পথে
তারেই যে প্রেম
মানি।