"জবর কথা"


জবর কথা কইছে রে বুল, বুলি তুই গ্যালি কই
আয় ছুটে আয় আমার পানে কথা দিয়ে
ভাজবো খই।
আলের ধারে খালের পারে বন বাদারে চল ঘুরি
নাইলে জেলো শীত মানেতে হচ্চি রে ভায়
থুরথুরি।
চলনা রে বে আকাশ পাতাল পারিজাতের ওই বনেতে
শিস দিস ক্যান কানের গোরত কী আছে তোর
বল মনেতে!
রাস্তা কেনে আঁকাবাঁকা চাঁদটা কেন গোল
মরলে মানুষ চেঁচায় কেনে বোল
হরিবোল।
দুই পায়েতে মানুষ কেনে চার পায়েতে গাই
ফুটলে আকাশ মেঘ বারিতে শব্দ কেনে
পাই।
নদীর ধারা তির তির তির সাগর কেনে গর্জে ওরে
বজ্র তুফান রাত বিরাতে কেনই নেয়
প্রাণটি কেড়ে।
শিস বাজালে এসব কথা বুঝতি ওরে পারবি নে
চল ছুড়ি তোর ফট বিয়েতে বাদ্যি সাঁনাই
বাজাই রে।