"বোধন"


সে বাগান ছিল মল্লিকার, মল্লার দার টানা মাঝি,
ভাটিয়ালি সুরের গান। মন হারিয়ে আনাগোনা করতাম
পারিজাত বাগিচায়।
প্রেমের সৌধ সে মর্মর শিলায়
একদিন যে ফাটল ধরবে, কে জানত?
জান্নাত থেকে জাহান্নম দূরটা খুব একটা বেশি নয়।
শত প্রতিঘাত সইতে পারে ধরণী , রমণী নয়।
কায়িক সে সাধের পারিজাত বিন্দুতে পর্যবসিত।
উথলে ওঠে মন,
মেঘের বারি আঁখির আনাচে কোনাচে ভিড় জমায়।
চোরা বালিতে ক্রমশঃ ডুবতে থাকে হৃদয়।
কান্নার ঘন রোল আকাশ বাতাস মুখরিত করে তোলে।
সঙ্কুচিত হতে হতে হারিয়ে যেতে চায়।
মায়ের দায় দায়িত্ব তো সন্তানকেই বহন করতে হয়।
ইচ্ছে থাকলেও উপায় হয়ে ওঠে না।
কপোল ভিজে যায় জলে।
খুজতে চলি হারানো শৈশব, কাল পরিক্রমায়
হারিয়ে যেতে ইচ্ছে হয়
অনন্তে।