"মেঘ"


মেঘ এর দেশে হারিয়ে হৃদয়
ভাসতে আমি চলি,
স্নিগ্ধতার ওই পরশ মেখে
পালটি আমি
তুলি।


তুলির টানে রূপ সে লেখা
লাবন্যেতে ভরা,
অস্ত রবির রাগ সে আগুন
প্রশান্তিতে
জড়া।


জড়িয়ে আমি লতায় শাখে
লুব্ধ সুরে গাই,
মেঘ সে আমার শুধুই আমার
আমার প্রাণে
চাই।


মেঘের ভেলায় হারিয়ে যে যাই
ভাসতে সে মেঘ ধরে,
ভাবতে চলি লিখতে কলি
আনবো সে মেঘ
দোরে।


দৌড়ে চলি তার সে দিশা
মেঘ উড়ে যায় দূর,
কপোল ভেজে অশ্রু ধারায়
ব্যথার লয়ের
সুর।


দীপ্ত রবে তার ওই দিশায়
উচ্চ স্বরে গাই,
মেঘ সে আমার, শুধুই আমার
আমার প্রাণে
চাই।