"লালিমা"


রূপ ধরা স্রোতে পানি-দারে আর মাঝিতে
মল্লার গানে মাতে শুনি মোরা দূর
হতে।
দিগন্তে যবে রবি আভা তার জলে মাতে
মনোহরা লালিমাতে অজয়েতে বহে
খাতে।
ক্ষণপ্রভা মনোহরা মুগ্ধ সে জলোরাশি
হৃদ প্রাণ মন হতে অজয় কে
ভালোবাসি।
কেহ নদ কহে নদী আঁকাবাকা গতি তাহে
চিক ধরা বালুরাশি তারি ধরা দুই
পারে।
স্নিগ্ধ সে দুই পাড় কাশ বনে ঘন ধরা
লাবন্যে মাতে প্রাণ লুব্ধ সে
মনোহরা।
মৃগাঙ্ক আলোছায়ে ঝলমলে বহে ধারা
গাঁয়ের ওই শ্যামলিমা অপলক আঁখি
তারা।