"সোনায় গড়া বাংলাদেশ"


(গতকাল বিশেষ কাজে একদম বাংলাদেশ সীমানা ঘেষা গ্রাম সর্দারপাড়া যেতে হয়েছিল। কাঁটাতারের পাশ দিয়ে গাড়ি চলছিল মাইলের পর মাইল। আর আমি অবাক চোখে দেখে যাচ্ছিলাম দূরে দূরে বাংলাদেশের বাড়ি ঘর লোক জন। আবিষ্ট হয়েছিল হৃদয়। খাতা পেন ছিল না সাথে, তাই ফিরে এসে লেখা)


এবার গাড়ি যাচ্ছি চড়ি কাঁটাতারের পাশ গলে
নয়ন মেলে সে দেশ দেখি দূর নিশানায়
দৃষ্টি ঢেলে।
দূর দূরেতে টিনের চালা-দেখছি জনা কয়েক লোক
অবাক চোখে চাইতে যে রই মনে কাঁটা
তারের শোক।
কাজের কথায় সবাই মেতে হৃদয় আমার সেই দেশেতে
ভিড়ের মাঝে একলা আমি হারিয়ে যে মন
যাচ্ছে ভেসে।
বাঙলা আমার স্বদেশ ভূমি ওই দেশেতেই দাদামনি
উদ্বাস্তু তকমা নিয়ে পালিয়েছিলেন
ভারত ভূমি।
স্নিগ্ধ সে দেশ টানছে আমায় সবুজ শ্যামলিমা
প্রান্তরেতে ধূ ধূ ধরা দূর সীমানায়
যেতেই মানা।
ঘন ঘন থামছে গাড়ি বি এস এফের চেকিং বড়
কাজ কী মোদের যাচ্ছি কোথায় তাদের কাছে
হিসেব ধরো।
নয়নাভিরাম শ্যামল তরু বৃক্ষ লতা নজর কাড়া
যাচ্ছি সেথায় কাজটি সালিশ গ্রামটি সে তো
সর্দার পাড়া।
একটি বেলা গড়িয়ে গেল মন যে আমার দূর সে দেশ
জন্মভূমি দাদামনির সোনায় গড়া
বাংলাদেশ।