"সাধ ও সাধ্য"


সহসা চাহিনু তোমারি দিশাতে
শপিং মলেতে আজি
নয়নো সরসী কমলো লোচনে
হৃদয় উঠিলো
বাজি।


কী অপরূপ হেরিনু আজিকে
নীলাম্বরীর শোভা
বিভাবরী যেন উদিছে ধরায়
ঝলকেতে তার
প্রভা।


চাহিনু আপনো কায়া তনু মন
নাহিকো রকম তাহে
ভাবিনু হৃদয়ে সম্মুখে তোমারি
অতি নীচ
আপনাহে।


গাহিনু সে গীত আকরি সে ভূম
বাসনাতে মম
সাধিতে কী সাধ সাধ্য আমারি
স্বর্গের পরী
সম।