"আরাধনা”, (দ্বিতীয় ও শেষ ভাগ)


জগৎ সচ্চিদানন্দ;
এস রাহু এস কেতু, মিলনে বহুক জাহ্নবী-
মক্তবে আরাধনা।
মন্দির কী মসজিদ কী গুরুদুয়ারা;
হোক না ফোয়ারা,
আনন্দের।
বিরহী এসো বিদ্বান এসো এসো হে সুধী মালি,
মালিকও এসো, এসো মজদুর;
ভালোবাসা প্রাণে মেলি।
ঝড় ও তুফানে গাহিতে সে গানে
মানুষের ইতিকথা,
লিখিতে আজিকে প্রাণেরো বুলিতে;
এসো মানবতা।
অনেক ব্যাথার ভারেতে কঠিন
পাষাণ মায়ের হৃদ, দিকে দল অশ্রুবারিতে;
হারিয়েছে প্রেম প্রীত।
কমল ফোটে না হৃদয় আজিকে
কলুষিত সঙ্গীত; ধরণীর মান ধন্য নাহিকো
গরলেতে দশ দিক।
যবনিকা নাকি দিশা! পথের নিশান
খুঁজিতেছো কারে তুমি,
শুনিতে কী পাওনা কান্না নিনাদ;
কাঁদিতেছে রব ভূমি।
উদিত রবিতে কর কর কর
কুপিত ভয়ঙ্কর; দেশে দেশে বাণ
যুদ্ধ ভূমিতে অস্ত্রের ঢঙ্কার।
ধ্বংসের বীজ রোপনে গড়িতে
সমাধিতে ধরা ভিত;
সাম্যতা আজিকে রক্ত শোণিতে
ধাবিতেছে দশ দিক।
এস রাহু এস কেতু, মিলনে বহুক জাহ্নবী-
মক্তবে আরাধনা।
মন্দির কী মসজিদ কী গুরুদুয়ারা;
হোক না ফোয়ারা,
আনন্দের।
ঝড় ও তুফানে গাহিতে সে গানে
মানুষের ইতিকথা,
লিখিতে আজিকে প্রাণেরো বুলিতে;
এসো মানবতা।