"অরাজক"


কেবা শোনে কার কথা/ তপ্ত ধরণী তরণীর বায়ে/ প্রদীপের নীচে তমা সে লোক/ বহে চলে ছলনায়ে।  
সহসা ধাবিনু সারথীর সনে/ চকিত তড়িৎ বেগে/ মানুষের দ্বারে কাঁদিছে মানুষ/ বেদনার গীত প্রাণে।  
অশ্রু বারিতে লিখিত সে গীতে/ রক্ষ কূলের রাজ/ দেশ কী প্রবাস দিকে দিকে ধরা/ রণ সজ্জার সাজ।
কবির কালিতে শোণিত বারিতে/ অরাজক স্তিতি / ধরণীর মান ভূতলে পতিত/ নড়িছে স্থাবর ভিটি।
ভয়াল রবেতে দ্বারেতে মাতা/ ছলনাতে কাঁদে মন/ সন্তান তারি পথের ধূলিতে/ হরিছে তাহারি প্রাণ।
দিকে দিকে রব শঙ্খধ্বনিতে/ পূজারী পূজায় মাতে/ শত প্রাণ পথ/ উজার নিতেছে/ সাঁজ কীবা দিন প্রাতে।