"অজয়"


অজয়, সে তো গগন চুমে, হৃদয়ে হৃদয় পাতি
তরঙ্গ কলোরবে, বালু পারে  চিক-
রাশি,
চিত্র সে অপরূপ-কূল সে তো ভালোবাসা
কাশ আর ঘন ধরা-রাশি রাশি জাগে
আশা।
নদীকূল তীরে মাঝি, ভাটিয়ালি গায় সুরে
বক আর মাছরাঙা-চঞ্চুতে মাছ
ধরে।
দূর সীমা রাত ভাসে-অজয়েতে জলে ধরা
মৃগাঙ্ক গাহে গান , অপরূপা আলো
ধরা।
মহাপ্রাণ নজরুল কীবা রবি গাথে গাথা
অজয়েতে মাতে সবে-তারি জলো
কতকথা।
গায়েরই শ্যামলেতে; শ্যামলিমা তারই দান
জোড় করে নত শিরে-গাহি তাই তারই
গান।