"চল রে চল"


চল রে চল রে চল, চল রে চল রে চল।
আকাশের গানে আসমান পানে আয় সবে ধাবি চলি
বেদনার গান সিক্ত বাতাসে পাখনা আজিকে
মেলি।
রক্তের স্রোত দিকে দিকে রব কান্নার ঘন রোল
বিদ্বেষ বিষ বাজিছে মাদল হিংসাতে ফোটে
বোল।
হিংস্র ধরা তে শান্তি মেলিতে আজিকে রণেতে মাতি
মুষ্টিতে প্রাণ লিখিতে সে রব জ্বালিতে আকাশ
বাতি।
সন্তান দলে দয়া নাই রাজ ক্ষুদিত পাষাণ ধরা
দিকে লহু রব লোহিত আকাশ ঝঞ্ঝায় প্রাণ
হরা।
বাজিছে মাদল যুদ্ধের রোল গৃদ্ধ ধ্বনিতে রাজ
দশ দিশা মান শান্তি রহিত রণ সজ্জার
সাজ।
আয় রে নবীণ আয় রে প্রবীণ খেলিতে রক্ত হোলি
শান্তির দূত শ্বেত পতাকায় আজিকে সোপান
মেলি।
চল রে চল রে চল, চল রে চল রে চল।
আকাশের গানে আসমান পানে আয় সবে ধাবি চলি
বেদনার গান সিক্ত বাতাসে পাখনা আজিকে
মেলি।