(আমার নীরবেতে নির্জনে ৬৫ তম কবিতা "ঠ্যালা",পাঠান্তে প্রিয় কবি শ্রী তরুণ গিরি মহাশয় মন্তব্য করেছিলেন এরকমঃ-


“সোজাসুজি বলেন দেখি
পড়লে ঠ্যালা, করবোটা কী?”)


আমি কাব্যে তার জবাব দি। জবাবটা এরকমঃ-


"জবাব"


কী আর করা
জ্যন্ত মরা,
পুকুর পারে
যান;


আর কোকেনে
আফিম খাবেন;
হিসেব করে
জান।


জানু অনেক
কাঁদবে তখন,
ভাঙতে শিবের
নেশা;


জড়িয়ে তারে
হাতে পায়ে,
করতে হালের
দশা।


দশ দিকেতে
ভালোবাসার
আঁকতে কবি
ছবি,


ডুবুক না মান
উঠবে তো রব
দীপ্ত প্রাণের
রবি।