"পাপাচার"


পরহিত পদাতিক পলায়নে পরিচয়
দোলাচলে দোলনাতে দম্ভেতে দোলা
দেয়।
বীজে বীজে বাপ বেটা ব্যভিচারে ব্যস্ত
ধন ধান ধন্দেতে ধামাকায়
ধ্যস্ত।
মানুষেতে মান মরা মন্দেতে মতিময়
গাইতেছে গলা গলে গালিটাই
গতিময়।
পালা পালা পালাগানে পরহিত পলায়েছে
প্রাণ পণ প্রতি পলে পাপাচারে পাছে
পাছে।


(আমার দেশি বন্ধুর আজ আমাকে টাকা দেওয়ার কথা ছিল। কাজ বেশ কয়েক দিন আগে কাজগুলি করে দিয়েছিলাম। আজ এইমাত্র এসে বলে টাকা ওঠে নাই। সে তার কথা বলতে থাকে আর আমি রাগে রাগে লিখতে চলি। ওনার বলা শেষ হলে আমি লেখাটি ছাপিয়ে নি আর তার হাতে দিয়ে বলি, এই নেন আজ আপনাকে মেডেল দিলাম।)


বাউ


বাউ যায় ঝাউবনে তা দিতে ডিমে
পেট টাই খাই খাই-শালা  
ডামডিমে,


বঙাই গাও তে গরু মোষ চারা নিয়ে
চোট্টামী করে বাউ ঘোরে মোচে
তা দিয়ে।


তা ধিন ধিন তা-তাতা তা ধিন তা
ডিমে তা দিতে দিতে কেটে যায়
দিনটা।