“নীরবেতে নির্জনে”


নীরবেতে নির্জনে আঁখি তারা মূক গানে
মূর্ছিত চেতনায়ে ভাবাবেগ বহে
প্রাণে।
দুই তারা আঁখি পাতে বহে চলে ধারাপাতে
কিছু নাই রোশনাই জীবনেতে
সংঘাতে।
ঘর দোর বার সুখে অবিরাম ব্যথা বুকে
জ্বলে তারা নিভে যায় অবিরত বয়ে যায়
কান্না ও ব্যথা
দুখে।
আরো চাই রব ধ্বনি গুঞ্জনে প্রাণে শুনি
শুনশান বায়ু বহে নির্জনে
একাকিনী।
কুলু কুলু নদী বহে যেন বলে যায় কহে
জীবন তো হিল্লোলে মিশে যায় ভূমে
বায়ে।
নীরবেতে নির্জনে আঁখি তারা মূক গানে
মূর্ছিত চেতনায়ে ভাবাবেগ বহে
প্রাণে।
দুই তারা আঁখি পাতে বহে চলে ধারাপাতে
কিছু নাই রোশনাই জীবনেতে
সংঘাতে।