"কুঞ্জবিতান"


অজয় নদী প্রাণের ঘাটে মল্লা মাঝি হেঁইও
খর বায় বয় বন কাশেতে শান্ত চপল
রইও।
মেঘের জটা শুভ্র জলদ নীল গগনের নীলিমাতে
দিগন্তে ওই অস্ত রবি রঙ গরিমা
ছড়িয়ে মাতে।
শুভ্র ধবল ওই উড়ে যায় সার দিয়ে যায় পাখ সে মিলে
আঁখ মেলি প্রাণ হৃদয় জুড়ায় স্বপ্নে ভাসি
আকাশ নীলে।
দূর ভেসে গাঙ গান সে শুনি একতারাতে বাউল ওই
ধূপ ছায়ারই নীলাচলে বেণীর মালা
গাঁথতে রই।
সই সই লো হাত সে হাতে স্বপ্নজরা মন সে তারা
ধীর ধীর ধীর সাঁজের আলোক মুখ তোলে গান
আকাশ তারা।
মন মদিরায় মাদক জড়া প্রশান্তির ঐ বাদ্যি বাজে
গ্রাম সে মাটি কুঞ্জে গৃহে জান্নাতের ঐ
আলোক সাজে।