"বিজয়"


লক্ষ ফণা দাপিয়ে ঘোরে বাংলা মায়ের কোলে
বীর সেনানী জওয়ান সকল উড়লো ডানা
মিলে।
রক্ত হোলি লুটলো পথে দামাল ছেলে সবে
পাক হানাদার লড়াই লড়াই পুকার দিল
রবে।
মুষ্টিতে প্রাণ অযুত নিযুত লক্ষ্য স্বাধীনতা
প্রেমের তুফান উঠলো ভবে অমর
ইতিকথা।
নয়টি মাসের রণ সে অমোঘ মুক্তি তরে মাতে
প্রাণ বলিদান বধ সে দিতে হানাদারের
ঘাতে।
উঠল আকাশ ঝলমলে প্রাত নিশান সবুজ লাল
ভুলতে নারি বঙ্গ মায়ের গর্বেতে শির
ভাল।
আজাদ দেশের দিশান তরে উজার শত মাতা
ভগ্নী জায়া লুন্ঠনেতে বাঢ় সে করুণ
গাথা।
আজ বিজয়ে শস্য শ্যামল অঙ্গধারী দেশ
প্রণাম মাতে ধন্য যে রই অলক
অনিমেষ।