"কদম কদম বাড়ায়ে চল"


কদম কদম বাড়ায়ে চল
হৃদ মনেতে সাহস বল,
প্রাণের দিশায় নিশান তুলে
ঝঞ্ঝা তুফান পায়ের
তল।


দীন দুনিয়ায় স্বার্থ তরে
হায়েনার দল ঘোরে ফেরে,
মানবতার শাণিত কৃপাণ
ওদের দ্বারে দলতে
চল।


কদম কদম বাড়ায়ে চল
হৃদ মনেতে সাহস বল,
প্রাণের দিশায় নিশান তুলে
ঝঞ্ঝা তুফান পায়ের
তল।


মানবো না মান মানবতা
হচ্ছে হানি হচ্ছে যেথা;
কৃপাণ তলে কুচল তারে
মাড়িয়ে তুফান লিখতে
গাথা।


অরূপ দিশায় ধ্বজা তুলে
হার মানা হার পরবো গলে
শৃঙ্খলে প্রাণ বাঁধতে নারি
গাইতে সে গান
মানবতা।


কদম কদম বাড়ায়ে চল
হৃদ মনেতে সাহস বল,
প্রাণের দিশায় নিশান তুলে
ঝঞ্ঝা তুফান পায়ের
তল।