"ও পাখি তুই বল।"
(লেখাটি এইমাত্র লেখা তাই একটু দেরি হলো প্রকাশ দিতে, সম্পাদনা করি নাই, কিছু ভুল হলে পরে ঠিক করে দেব)


ও পাখি রে শুধাই তোমা-রে
কোথায় পেলে তুমি এমন
ডানা!
কোন সে রঙের দেশ গগনে,
কোন সে রঙের আলো
কোন সে সাধের নীল ধরণীর
নাই যেখানে
কালো।
শুধুই প্রাণের আলো, শুধুই প্রাণের
আলো।
কোন সে পাহাড়, কোন সে বাদার,
কোন সে বায়ুর বাস,
কোন সুবাসের কন্ঠ লগন-সুধার
ইতিহাস।  
নীড় সে তোমার শান্ত শীতল
স্বপ্ন দেশের রাজ,
নাই কোলাহল নাই তো দূষণ
হিংসা ও দ্বেষ
বাজ।
ও পাখি রে শুধাই তোমারে!
ফুল তুলে যাস পরাগ রেণু
ওই আকাশের তারা
আলোয় ভরা পথের দিশান
মুক্তো রাশির
গড়া।
ও পাখি তুই সই
সুর তুলে নাদ হৃদয় কাসে
ভাব আবেশে কই;
ও পাখি তুই
সই।
তোর দিশাতে লগন যে বই
ভ্রান্ত জীবন দোরে,
দে না পাখি সুর সে বিতান
দে না পাখি
ওরে।
উড়তে গগন হৃদ মনেতে
ও পাখি তুই বল
জীবন যে যায় ক্লান্ত কায়ে
করিস না সই
ছল।
ও পাখি তুই বল।
ও পাখি রে, শুধাই তোমারে!
কোন সে পাহাড়, কোন সে বাদার,
কোন সে বায়ুর বাস,
কোন সুবাসের কন্ঠ লগন সুধার
ইতিহাস।