“ফুচকার ঝাপ”


বেকার রয় তারাই দাদা
চাকর যারা হতে চায়,
ঝুট ঝ্যামেলা ঝক্কি তো নেই
মাসটি গেলে দুহাত
ভরায়।
তাই কী শুধু উপড়ি আছে
টেবিল খানি পেলে,
কেউ খেলে দেয় হাজার শত
কেউ বা হয়
পেলে।
আরে বাবা দেড় শো কোটি
জন জনতার দেশ,
ওসব ছেড়ে ব্যাবসা পাতি
ধান্দা খাসা
বেশ।
রোজ দরকার তুক তাক ভাই
কার না লাগে বলো,
আর কিছু না পেলে ভাই
ফুচকার ঝাপ
খোলো।
আরোও আছে অনেক কিছু
পয়সা বিনে কই কেনে,
পাগল নাকী! ব্যাবসা আমার;
পয়সা বিনে জাল
বুনিনে।