"অদ্ভুতুরে"


(খুশির খবর। আমার বন্ধু ব্যাঙ্ক লোন নিয়ে পরিশোধ না করতে পারায় ১৩(২), ১৩(৪) নোটিস ও বাড়ি ক্রোক করবার ডি এম কতৃক অর্ডার হবার পর ও বুদ্ধি খাটিয়ে কেস করে আজ স্টে অর্ডার নিয়ে নিলাম। মানে অন্তত ৫ বছর কেস টানবো আর সে কয়েক বছর সে নিশ্চিন্ত। ঈশ্বর আমার সাথেই থাকেন আর আমি যার পেছনে তার বাড়ি নেবে কে!)


জ্যন্ত ভুতের আস্ত ছ্যানা ওই কবরের করাল ধারে
পিচ্ছিল পথ আঁকাবাঁকা তার ওই দুই প্রান্ত
পারে।
দিচ্ছিলো রব তাল তুলাতে ভুল ভুলাতে আমার মন
নাঁকি সুরে রব রবেতে গাচ্ছিল ভাই সেই
গান।
গান শুনে মন মরমরিয়ে দুচোখ আমার ধারা
বইতে যেন নদ নদীয়াল হৃদয়
পাগলপারা।
সেই করুণায় এগিয়ে গেলাম দিতেই তারে একটু বল
বলবো কী আর করলো তাড়া নিয়ে তাদের
সৈন্যদল।
বোল বোলেতে দৌড়ে গেলাম মাচান বাঁধা আঙিনায়
ঠুক ঠুকিয়ে দ্বার দরোজায় চাইতে চেয়ে ডাইনে
বায়।
ঝপাৎ রবে যেই খুলেছে আস্ত গোটা কঙ্কালেতে
ভিরমি খেয়ে গেলাম পরে সেই ভুতেরই দ্বার
দোরেতে।
কইছি কী আর মিথ্যে আমি হাত পা ভাঙা হসপিটালে
ভাবলে ভাব! করবো কী আর, বুঝবে রাতে ওধার
গেলে।