“হীরের কণা"


শিউলি শিশির বিন্দু রাশি
মুক্তো হীরের কণা;
শুভ্র সফেদ সতেজ প্রভাত
তাদের আনা-
গোনা।
ধন্য মাতে তোমার কৃপা
হৃদয় পানে চাইতে রই;
শিউলি যেমন শুভ্র জড়ায়
দিব্য জ্যোতি প্রভাত
ওই।
নাইরে গরব নাইকো শ্লাঘা
আত্ম তারই তরে;
জোড় নিবেদন ফুলেল গাথায়
ঠাকুর দেবের
ঘরে।
তাই করো মা নাই গরিমা
ধন্য তোমার চরণ ওই;
তোমার গলে কায় ধরো মা
তোমার নীড়েই লীন সে
রই।
ধন্য মাতে তোমার কৃপা
হৃদয় পানে চাইতে রই;
শিউলি যেমন শুভ্র জড়ায়
দিব্য জ্যোতি প্রভাত
ওই।


"কবিতাটির সারমর্ম হলো শিউলি যেমন ভোররাতেই ঝরে যায় দিনে কেউ তাকে দেখুক তার পরোয়া করে না আর দেবালয়ে মালা হিসাবে ঠাকুর দেবের গলায় ঝুলে থাকে  ঠিক তেমনই আমি আমার গরিমা বা আত্মশ্লাঘায় ভুগতে চাই না চাই না দুনিয়া আমার জয় জয়াকার করুক , শুধু মায়ের গলায় শিউলির মত লেপটে থাকতে চাই।"


বি দ্রঃ  কবিতাটি লিখতে গিয়ে কাঁদি নাই কিন্তু তার সারমর্ম লিখতে গিয়ে কান্না নিরোধ করতে পারলাম না। শুভকামনা।