(কবিতাটি অত কঠিন নয় তবুও দুলাইনে সারমর্ম লিখে দিলাম। প্রবাসে তার স্বামীকে হারিয়ে স্বদেশে সন্তান সহ মহিলা শপথ নিতেছেন, তিনি কর্মপথে স্বাবলম্বী হয়ে সংসারের হাল ধরবেন)
(কবিতাটি চারটি সিনকোয়াইন সমষ্টিতে তৈরি)


"শপথ"


বিরহ বাসরেতে আজি
ভালোবাসা মোহে ডুবেছিনু রাত
দিবাকর জ্যোতি পশিলো না গৃহে
হারিয়ে প্রবাসে ডুবন্ত তরী মোর
অশ্রু সজল আঁখ।


প্রবাস হরিল প্রিয়তম বরেষু
কল কল ধারা স্রোত
বহিতে আকাশ ঝঞ্ঝাতে প্রাণ
জোয়ার ভাটার উচ্চাসে রয়
আঁধার ঘন লোক।


মরণ শমন পাঁঠিয়েছে রব শিশু কান্নায়
অনাথ অবলা বিরহ বাসর,
দিকে দিকে ঘ্রান হায়েনার বোল
রুক্ষ মেদিনী কর্কশ সুর তাহে
টলোমলো হল প্রাণ।


হারিব না রব গগন ভেদিনু আপনার পায়
দাঁড়ায়ে সবল প্রমাণ দিতে আজি,
নারীর সে পণ অমোঘ অলোক
কর্ম দিশাতে নিশান উড়ায়ে
গড়িতে সুখের আলয়।