“ও তোমার চোখে"


ও তোমার চোখে। ও তোমার চোখের নীল নীলিমায়
হারিয়ে গেলাম গহীন বনে; সঙ্গোপনে,
ও তোমার চোখে।
তোমার ওই কাজল কালি, দেখতে চলি;
ভুলতে চলি নীল দরিয়ায়,
ফাগুন যেথায় স্নিগ্ধ ঝরায় কৃষ্ণচূড়ার লাল লালিতে,
হৃদয় আমার বান ডেকেছে ওই লালিতে,;
সেই লালিতেই হারিয়ে যেতে ভুবনঝরা,
পাল তোলা ওই ঝড় তুফানে,
গানে গানে; প্রাণে প্রাণে,
হৃদয় আমার বান ডেকেছে সেই
লালিতে।
ফল্গুধারার সেই সুধাতেই; পাল তুলে দি মাস্তুলে ওই;
পারিজাতের ভুবন বনে,
সঙ্গোপনে; গানে গানে।
ও তোমার চোখে। ও তোমার চোখের নীল নীলিমায়
হারিয়ে গেলাম গহীন বনে; সঙ্গোপনে,
ও তোমার
চোখে।