নীরবেতে নির্জনে ২৭ তম-"জালিয়াতি"


"জালিয়াতি"


হাঃ হাঃ হাঃ উকিল সাহেব-বন্ধু আমার
তার কাছে যাই চলে,
বুদ্ধি আমার ঘট মটকার
ফুরফুরায়ে যাই সে
বলে।
করবো কী আর বন্ধু আমার
দলিল রেখে ব্যাঙ্কে
এগারো লাখ লাফায় নিছে;
দু পাঁচ বছর দিব্যি খেয়ে
মহাজনেরে কলা
দিছে।  
তাই কী হয় টান দিছে ঘর
ডি এম দিছে সই
আর বাহিনী পাইতে ব্যাঙ্ক,
আর ব্যাটা যায়
কই।
কই কইলে হয় নাকী শেষ-
রইতে আমার ছায়া
মটকা আমার শান সে দিয়ে
উকিল বাবুক
কওয়া।
যেই কইছি মুচকি হেসে
উকিল বাবুর ভাতি
বাক্যি রুধে কইতে আমায়, করবি;
আর কত জালিয়াতি।
কথায় ভাষায় সবাই আমায়
জালিয়াতই চেনে
তুর্কি নাচন নাচ নাচাতে,
ব্যাঙ্ক বাবুরাও
মানে।
যদিও এখন হইছি ভালো
আর করি নে তা
তাই বলে কী সেসব দিন
করবে না
তাড়া।
সে যাহোক বলি আমি
উকিলবাবু শুনো
জাল করবো আর একটুক
বাঁচাতে তার
ছ্যানাপুনো।
ধর্মে আছে একটি ধোঁকা
যদি বাঁচায় প্রাণ
শত গুনে ভালো তা হয়
সত্য বাড়ার
মান।


তার বাড়ি ক্রোক হবে জেনে আইনি পথে ২০১৪ সালের স্টাম্প পেপার(________________) এপিট ওপিট করে ভাড়ার এগ্রিমেন্ট আমার নামে নিয়ে মালিক ও ব্যাঙ্কের বিরুদ্ধে আমি কেস করেছি। আগামী সোমবার শুনানি পর্বে ইনজাংশন নেব সে প্রপাট্রির ওপর। সুপ্রিম কোর্টের একটি জাজমেন্ট বের করা হয়েছে। জাজমেন্ট ভাড়াটিয়ার ফেবারেই যাবে মানে আমি সে প্রোপার্ট্রির ওপর ইনজাংশন নিয়ে নেব ভাড়াটে হিসাবে আর সে কয়েক বছর নিশ্চিন্তে সেখানে থাকতে পারবে। যেদেশে হাজার হাজার কোটি টাকা ব্যাঙ্ক থেকে লুন্ঠ্ন করে কোটিপতিরা সেখানে আমার এতটুকু বুদ্ধি যদি একটা ফ্যামিলি বাঁচাতে সক্ষম হ্য় তো আপনাদের কারও কোনও আপত্তি আছে কী! শুভকামনা।